Pages

Search This Blog

Wednesday, December 1, 2010

জাদুঘর, ঐতিহ্যবাহী স্থাপনা ও বিনোদনকেন্দ্রের সময়সূচি ও ফোন নম্বর

জাদুঘর, ঐতিহ্যবাহী স্থাপনা ও বিনোদনকেন্দ্রের সময়সূচি ও ফোন নম্বর

ডাকসু

প্রতিষ্ঠাকাল : ১৯৯১ প্রকৃতি, অবস্থান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। লক্ষ্য, উদ্দেশ্য : বাংলাদেশের জাতীয় ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে অবহিত করা।

সময়সূচি : সপ্তাহের প্রতিদিন খোলা যোগাযোগের ঠিকানা : ডাকসু সংগ্রহশালা, ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আহসান মঞ্জিল জাদুঘর প্রতিষ্ঠাকাল : ১৯৯২ প্রকৃতি, অবস্থান : আহসানুলস্নাহ রোড, নওয়াব বাড়ি, ঢাকা।
লক্ষ্য, উদ্দেশ্য : ঢাকার নবাবদের ইতিহাস, ঐতিহ্য ও তাদের অবদান দেশ ও জাতির সামনে তুলে ধরা। গ্যালারি : ৩১টি কক্ষে ২৩টি প্রদর্শনী সময় সূচি : শনি-বুধবার, সকাল ৯টা-বিকাল ৫টা (অক্টোবর-মার্চ)। সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত (এপ্রিল-স্বেম্বের)।
সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন সমূহ।
প্রবেশ মূল্য : দুই টাকা।
যোগাযোগ ঠিকানা : পরিচালক, আহসান মঞ্জিল জাদুঘর, নওয়াব বাড়ি, ঢাকা-১০০০, ফোন : ৭৩৯১১২২, ৭৩৯৩৮৬৬।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর
প্রতিষ্ঠাকাল : ১৯৯৪ প্রকৃতি, অবস্থান : বেসরকারি, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।
লক্ষ্য, উদ্দেশ্য : স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও বাঙালি জাতির ইতিহাস বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা। গ্যালারি : নীচ তলায় দু'টি কক্ষ যেখানে রয়েছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য সংগ্রামী জীবনের সচিত্র প্রদর্শনী, দ্বিতীয় তলায় তিনটি কক্ষে বঙ্গবন্ধুর ব্যবহূত জিনিসপত্র ও পারিবারিক জীবনের সচিত্র প্রদর্শন।
সময়সূচি : বৃহস্পতিবার থেকে মঙ্গলবার-সকাল ১০টা থেকে বিকাল ৫টা।
সাপ্তাহিক বন্ধ : বুধবার প্রবেশ মূল্য : দুই টাকা যোগাযোগ ঠিকানা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু ভবন, বাড়ি ১০, সড়ক-১২, (পুরাতন ৩২), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯, ফোন : ৮১১০০৪৬।

প্রয়োজনীয়তা

বিদু্যৎ বিভ্রাট এখন আমাদের নিত্যদিনের সঙ্গি। প্রতিনিয়ত বিদু্যতের অঘটন-ঘটন যেনো ঘটা করেই আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। শেষ ভরসা আইপএস দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। কারণ আইপিএস চার্জ হতে যতটুকু সময় নিরবিচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহ প্রয়োজন তার সিকি ফোটাও মেলে না। কিন্তু বিদু্যৎচ্ছিন্ন হয়ে যাবার আগেই যদি টের পাওয়া যায় ঠিক কখন কখন বিদু্যৎ বন সরবরাহ বন থাকবে তাহলে অন্তত কিছু কাজ গুছিয়ে রাখা সম্ভব হবে। এখানে দেয়া হলো এমন কিছু প্রয়োজনীয় ফোন নম্বর:
হেড অফিস: ডেসকো বাড়ি ৩, সড়ক ২৪, বস্নক কে, বনানী মডেল টাউন, বনানী, ঢাকা ১২১৩। ফোন: ৮৮৫৯৬৪২, ৮৮৬০৩৪১।

হিএ, (এম এন্ড ডি অপারেশন) ফোন: ৮৮৫৫২৪৪, ৯৮৯৫১১৭

কল্যাণপুর ডিভিশন ফোন: ৯০১৪৮৪৬, ৯০০৭৭০৯

কাফরুল ডিডিশন ফোন: ৮০২১৩৪৪

পলস্নবী ডিভিশন ফোন: ৮০৫২০১৬, ৯০০২০২৬

গুলশান ডিভিশন ফোন: ৮৮৫৯৪৯৩, অভিযোগ:৯৮৯৫০৪৫

বারিধারা ডিভিশন ফোন: ৮৮৫৫২৪৪, অভিযোগ: ৯৮৯৫১১৭

উত্তরা ডিভিশন ফোন: ৮৯৫৯১৪৫, অভিযোগ: ৮৯১৯৫৭৪

দক্ষিণখান ডিভিশন ফোন: ৮৯১১২৮৯

অভিযোগ: ৮৯১২৩৯৮

টঙ্গী (পূর্ব) ডিভিশন ফোন: ৮৯০০১৬৩,

অভিযোগ: ৯৮০১২৪৪

টঙ্গী (পশ্চিম) ডিভিশন ফোন: ৯৮০২৭১০,

অভিযোগ: ৯৮০১০৮০

No comments:

Post a Comment