Pages

Search This Blog

Wednesday, December 1, 2010

সাপ্তাহিক ছুটির দিনে বইয়ের হাট

সাপ্তাহিক ছুটির দিনে বইয়ের হাট

০ লিমন আহমেদ ০

বই মানুষের পরম বন্ধু। নিঃসঙ্গ মানুষ তার নিঃসঙ্গতা কাটাতে হাত বাড়ায় বইয়ের দিকে। বইও আপনজনের মতোই সঙ্গ দেয়। বইপড়া মাবজীবনের বিরাট গুণ। বই পড়া নিয়ে আছে মহামনীষীদের অনেক বিখ্যাত বাণী। তার মধ্যে বহুল পরিচিত আর অন্যতম বাণীটি হচ্ছে 'বই কিনে কেউ দেওলিয়া হয় না, শুধু জ্ঞানার্জনের জন্যই নয়, একাডেমিক শিক্ষার জন্যও আমাদের অনেক বই পড়তে হয়। সংগ্রহ করতে হয় নানা বই। বই বাজার হিসেবে রাজধানীতে বিভিন্ন মার্কেটে অনেক বাজারই বিখ্যাত। তবে নিজেদের কর্মব্যস্ততার জন্য একটি বই কিনতে অনেক দিন সময় করতে পারে না অনেকেই। দেখা যায় শুক্রবার দিন কাজ তেমন না থাকলেও ঐদিন কাছের বই বাজারটি বন থাকে। তাছাড়া একসাথে বিভিন্ন ধরনের বই পাওয়াটাও কঠিন হয় প্রায় সময়। এসব সমস্যা বিবেচনা করেই এলিফ্যান্ট রোডের কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপেস্নক্সে গড়ে উঠেছে বইয়ের হাট। গত ৩০ এপ্রিল থেকে এই হাটের পথচলা শুরু। হাটটির বিশেষত্ব হলো যাবতীয় বিষয়ের বইয়ের সমাহার নিয়ে প্রতি শুক্রবার এই বইয়ের হাট। কবিতা, গল্প, উপন্যাস, চিকিৎসাশাস্ত্র, একাডেমিক বিষয়সমূহসহ প্রায় সব বিষয়ের বই পাওয়া যাবে এখানে। আছে নবীন-প্রবীণ, উঠতি-বিখ্যাত আর জনপ্রিয় সব লেখকের বই। প্রিয়জনকে নিয়ে ছুটির দিনে চলে যেতে পারেন আপনার বইয়ের নতুন ঠিকানা প্রতি শুক্রবারের বইয়ের হাটে। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে এই বইয়ের বাজার। ইতিমধ্যেই ক্রেতা আর বইপ্রেমীদের নজর কেড়েছে বিশেষ এই বইয়ের হাট। আপনিও চলে যেতে পারেন। সুন্দর পরিবেশের পাশাপাশি বিক্রেতাদের ব্যবহারই আপনাকে মগ্ধ করবে। কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপেস্নক্সের কিছু বইয়ের দোকান মালিকদের আয়োজনে শুক্রবারের বইয়ের হাট। দোকানগুলো যথাক্রমে মধ্যমা, সংহতি, নান্দনিক, অগ্রদূত, মুক্তচিন্তা, সমগ্র প্রকাশনা, বইপত্র, বিভাস, বদ্ব্বীপ, বৈঠকখানা, জাতীয় সাহিত্য প্রকাশ, যেহেতু বর্ষা, ওসডার পাবলিকেশন্স, সংঘ প্রকাশন, বর্ষাদুপুর, গদ্যপদ্য, কিশোরমেলা প্রকাশনী, তক্ষশিলা, ঋতি্বক, বলাকা, পাঠসূত্র, গতি প্রকাশন, যুক্ত, শ্রাবণ প্রকাশনী, পড়ুয়া ও ছবির দোকান। রাজধানী ঢাকা নগরীর ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোডের (কাঁটাবন) কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপেস্নক্সেই গড়ে ওঠা এই বইয়ের হাট নগরবাসী বইপ্রেমীদের সাথে বইয়ের সম্পর্ক বাড়াবে বলেই আশা করা যায়। বইয়ের সানি্নধ্য মানুষকে সুন্দর করে, শুদ্ধ করে, মার্জিত করে। উত্তম মানুষের জীবন গড়তে আমাদের সকলের বেশি বেশি বই পড়া দরকার। তেমনি যারা শিক্ষার্থী, তাদেরও প্রয়োজনীয় বইটি দরকার হাতের নাগালে উপযুক্ত মূল্যে। সবকিছুর সহজ ব্যবস্থায় নিয়োজিত প্রতি শুত্রবারের বইয়ের হাট।

No comments:

Post a Comment