Pages

Search This Blog

Sunday, October 24, 2010

জেনে নিন : কমিউনিটি সেন্টার

জেনে নিন : কমিউনিটি সেন্টার

বিয়েসহ অনুষ্ঠান পরিকল্পনার প্রধান অংশ হলো কমিউনিটি সেন্টার নির্বাচন করা। কমিউনিটি সেন্টার নির্বাচন করতে প্রথমেই খেয়াল রাখতে হবে সুযোগ-সুবিধার কথাটা। বাসা থেকে কাছাকাছি স্থানে কমিউনিটি সেন্টার নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। আর খরচের ব্যাপার তো থাকছেই। কমিউনিটি সেন্টার ভাড়া করার সময় ভালোভাবে খোঁজখবর নিতে হবে। সাধারণত কমিউনিটি সেন্টারগুলো হল ভাড়ার সঙ্গে ডেকোরেশন, লাইটিং, বেয়ারা ইত্যাদি সুযোগ-সুবিধা দিয়ে থাকে। বাবুর্চি আর আপ্যায়নের বিষয়টি ইচ্ছে করলে নিজেরা করতে পারেন আবার কমিউনিটি সেন্টারের ওপরও দায়িত্ব দিতে পারেন। আর একটি বিষয়, আগত অতিথির সংখ্যার ওপরও সেন্টারের ভাড়া নির্ভর করবে। তাছাড়া অতিথি যত বেশি হবে, আপনাকে তত বেশি ভ্যাট দিতে হবে। কেননা, প্রতিটি অতিথির খাবারের খরচের ওপর আপনাকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সাধারণত কমিউনিটি সেন্টারগুলো দুই শিফটে ভাড়া দিয়ে থাকে; দিনে এবং রাতে। আপনার প্রয়োজনমতো কতর্ৃপক্ষকে জানাতে হবে। প্রাথমিক খোঁজখবর আপনি ফোনের মাধ্যমেই নিতে পারবেন। তবে বুকিং দেওয়ার সময় আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে কিছু অগ্রিম টাকাও আপনাকে দিতে হবে। আপনার চাহিদামতো কমিউনিটি সেন্টার কতর্ৃপক্ষ সব সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। এমনই কিছু কমিউনিটি সেন্টারের ঠিকানা দেওয়া হলো_

প্রিয়াংকা কমিউনিটি সেন্টার

বাড়ি ৫২/১, রোড ৩/এ, ধানমন্ডি, ঢাকা।

চৌধুরী কমিউনিটি সেন্টার

বাড়ি ৭/১৩, রোড ৫/এ, ধানমন্ডি, ঢাকা।

সুগন্ধা কমিউনিটি সেন্টার

বাড়ি ৭/১৩, রোড ৫/এ, ধানমন্ডি, ঢাকা।

হোয়াইট প্যালেস কমিউনিটি সেন্টার

বাড়ি ১৩, রোড ১০, ধানমন্ডি।

উলস্নাস কমিউনিটি সেন্টার

বাড়ি ২২, রোড ১০/এ, ধানমন্ডি, ঢাকা।

ট্রাস্ট মিলনায়তন

৫৪৫, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা সেনানিবাস, ঢাকা।

সিটি গ্রান্ড হল

বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা।

বসুন্ধরা কনভেনশন সেন্টার

বস্নক- জি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আ/এ, বারিধারা, ঢাকা।

হোয়াইট হাউস

১৫৫, শান্তিনগর, ঢাকা

সেনাকুঞ্জ

ঢাকা সেনানিবাস, ঢাকা।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র

শের-ই-বাংলানগর, ঢাকা।

দরবার হল

বিডিআর, জিগাতলা, ধানমন্ডি।

আনন্দ উলস্নাস কমিউনিটি সেন্টার

বাড়ি ৭, রোড ১৩, ধানমন্ডি, ঢাকা।

সোহাগ কমিউনিটি সেন্টার

৯১, নিউ ইস্কাটন রোড, ঢাকা।

লেডিস ক্লাব

২৬, ইস্কাটন রোড, ঢাকা।

অ্যাবাকাশ কনভেনশন সেন্টার

৭১-৭২ ইস্কাটন গার্ডেন, ঢাকা।

অঙ্গন কমিউনিটি সেন্টার

৮/৯ আওরঙ্গজেব রোড,

মোহাম্মদপুর, ঢাকা।

পার্টি প্যালেস কমিউনিটি সেন্টার

২৩/৫ শ্যামলী, মিরপুর রোড, ঢাকা।

নিউ প্রিয়াংকা কমিউনিটি সেন্টার

২/৯, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা।

লিলি গার্ডেন কমিউনিটি সেন্টার

২৯/৪ কে এম দাস লেন

হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা।

পার্টি সেন্টার

বাড়ি ১, রোড ১৩, ধানমন্ডি, ঢাকা।

প্রবাল কমিউনিটি সেন্টার

৬১২ কাজীপাড়া, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা।

আপ্যায়ন কমিউনিটি সেন্টার

সেকশন ৬/সি, রোড ১২/২, মিরপুর, ঢাকা।

রূপসা কমিউনিটি সেন্টার

২২৮ গ্রিন রোড, ঢাকা।

সাগর কমিউনিটি সেন্টার

বাড়ি ৭৭, রোড ৮/এ, ধানমন্ডি, ঢাকা।

শাপলা কমিউনিটি সেন্টার

বাড়ি ৪০, রোড ৯/এ, ধানমন্ডি।

সাদি মহল পার্টি সেন্টার

বাড়ি ২, রোড ১১, প্রগতি সরণি, মেরুল বাড্ডা, ঢাকা।

অফিসার্স ক্লাব

১৬ বেইলি রোড, ঢাকা।

আনন্দ ভবন কমিউনিটি সেন্টার

৫৫, পুরানা পল্টন, কাকরাইল, ঢাকা।

মালঞ্চ কমিউনিটি সেন্টার

৪৩/৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা।

No comments:

Post a Comment